উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,
দেলদুয়ার, টাঙ্গাইল - এর কার্যক্রম ঃ
১। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ঃ
কর্মসূচি |
উপকারভোগী |
সহায়তা |
মেয়াদ |
ভিডব্লিউডি কর্মসূচি |
১৭৬৬ জন |
৩০ কেজি |
২ বছর |
মা ও শিশু সহায়তা কর্মসূচি |
চলমান |
৮০০/- |
৩ বছর |
২। স্বেচ্ছাসেবী মহিলা সমিতি ঃ ৫৩ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতি বিভিন্ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের মধ্যে সরকার অনুদান বিতরণ করে থাকে।
৩। জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমঃ ২০১৩ সাল হতে প্রতি বৎসর ৫ জন করে (৫*১১) = ৫৫ জন (২০১৩-২০২৩ উপজেলা পর্যায়ে )
২০১৩ সালে হতে ২০২৩ সাল পর্যন্ত সবমোট ৫ জন জেলা পর্যায়ে নির্বাচিত হয়। প্রতি বছর ৫জনকে জয়িতা হিসেবে পুরস্কৃত করা হয়।
৪। কিশোর- কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প ঃ
দেলদুয়ার উপজেলায় ৮ টি ইউনিয়নে সর্বমোট ৮ টি কিশোর- কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। প্রতি ক্লাবে ২০ জন কিশোরী এবং ১০ জন কিশোর নিয়ে ক্লাব গঠন করা হয়েছে। সে হিসেবে ক্লাবে ১৬০ জন কিশোরী এবং ৮০ জন কিশোর মোট ২৪০ জন কিশোর- কিশোরীকে জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রতিরোধে সক্ষম করা এবং Sexual & Reproductive Health and Rights ( SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের অবস্থানকে দৃঢ় করা। সেই সাথে ক্লাবের মাধ্যমে বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যাক্রমের মধ্যদিয়ে কিশোর- কিশোরীদের সম্পূর্ককে সুদৃঢ় করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
৬। ক্ষুদ্রঋণ কার্যক্রম ঃ ২০০৩-২০০৪ অর্থ বছরে হতে ২০২৩-২৪ পর্যন্ত অত্র উপজেলায় প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা সহ ও অন্যান্য নারী উদ্যোক্তাদের ৩২১ জনকে ৪০৯৩৮৫৪/- টাকা ঘূর্নায়মান ঋণ বিতরণ করা হয় ।
৭। দিবস উদযাপন ঃ ১। আন্তর্জাতিক নারী দিবস ২। জাতীয় শিশু দিবস ৩। স্বাধীনতা দিবস ৪। বিশ্ব মা দিবস ৫। জাতীয় শোক দিবস ৬। জাতীয় কন্যা শিশু দিবস ৭। বঙ্গমাতার জন্মদিন উদ্যাপন ৮। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ৯। বেগম রোকেয়া দিবস ১০। মহান বিজয় দিবস ইত্যাদি দিবস উদযাপন করা হয় ।
৮। সচেতনতা বৃদ্ধির জন্য উঠান বৈঠক ঃ
সামাজিক নিরাপত্তা বেষ্টনী উপকারভোগীদের ভাতা/খাদ্য বিতরণের প্রাক্কালে বাল্য বিয়ের কুফল, নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু পাচার প্রতিরোধে মা ও শিশু পুষ্টি, ইপিআই ইত্যাদি বিষয়ে সচেতন করা হয় ।
৯। বাল্য বিয়ে প্রতিরোধ কার্যক্রম ঃ
আক্টোবর/২০১৫ হতে জুন/২০২৩ পর্যন্ত উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৮ জন বাল্য বিয়ে প্রতিরোধ সহ বাল্য বিয়ের কুফল সম্পর্কে অভিভাবকগণকে কাউন্সিলিং করা হয় ।
১০। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রমঃ
উপজেলা পর্যায়ে নিয়মিত ভাবে উপজেলা নারী ও শিশু নির্যাতন ও পাচার কমিটির সভা অনুষ্ঠিত হয় । অদ্যাবধি ৪৪ টি র্কোটের মামলা তদন্ত করে প্রতিবেদন প্রেরণ করা হয় । ৪৮ টি স্থানীয় মামলা নিষ্পত্তি করা হয় ।
১১। গণ শুনানী কার্যক্রমঃ
প্রতি বুধবার নির্যাতিতা মহিলাদের অভিযোগের শুনানী গ্রহন করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস